৪.৫ লাখ দক্ষ কর্মী নেবে ইতালি

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ৪.৫ লাখ দক্ষ কর্মী নেবে ইতালি!

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ৪.৫ লাখ দক্ষ কর্মী নেবে ইতালি!

আগামী ২০২৫ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাড়ে চার লাখ বিদেশি দক্ষ শ্রমিক নেবে ইতালি। স্পন্সর ভিসার মাধ্যমে এই শ্রমিক নেয়া হবে। শুক্রবার এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় ইতালির মন্ত্রিপরিষদ। বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ৪.৫ লাখ দক্ষ কর্মী নেবে ইতালি!

দ্বিপক্ষীয় অভিবাসন ও চলাচল ব্যবস্থার আওতায় বিশেষত নির্মাণ কাজ, জাহাজ নির্মাণ ও আতিথেয়তা খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে সম্মত হয়েছে ইতালি।

বুধবার রোমে অনুষ্ঠিত বাংলাদেশ ও ইতালির রাজনৈতিক আলোচনা থেকে এ তথ্য জানা যায়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়া আলোচনায় নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।

ফ্লুসি ডিক্রির আওতায় ৪৬ শতাংশের বেশি কর্মী মৌসুমি ও অ-মৌসুমি কাজের জন্য বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়ায় এ সময় সন্তোষ প্রকাশ করে ইতালি।

রাজনৈতিক আলোচনার আগে মাসুদ বিন মোমেন এবং রিকার্ডো গুয়ারিগলিয়া বাংলাদেশ ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে রাজনৈতিক পরামর্শ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করেন।

বৈঠকে উভয় দেশ বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশের টেক্সটাইল খাতে প্রযুক্তি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, আইসিটি, কৃষি, অভিবাসনসহ একাধিক ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করে।

উভয় পক্ষ ইতালিতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সম্মত হয়।

ইতালি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে এবং তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার ও মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস দেয়।

ইতালি প্রতিনিধি দল ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের আওতায় ইন্দো-প্যাসিফিকের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

ইটালি যাবার জন্য যোগাযোগ করুনঃ
☛ Mobile: 📞 01719555736
📞 01710692554

🏠অথবা, 🏠সরাসরি অফিসে যোগাযোগ করুনঃ
☛ ড্রিম লাইন
☛ ঠিকানাঃ ১০৭/২ , সোনারখোলা রোড, দোবাদিয়া, উত্তরখান, ঢাকা – ১২৩০।
☛ই-মেইলঃ dreamlinevisaadviser@gmail.com

☛ওয়েবসাইটঃ www.dreamlinewtc.com

✦✦ অফিসের কার্যদিবস শনিবার থেকে বৃহস্পতিবার, প্রতিদিন সকাল ০৮:০০ হইতে বিকাল ০৫:০০। (যারা চাকুরি করেন তারা বিশেষ প্রয়োজনে শুক্রবার দেখা করতে পারবেন তবে অবশ্যই ফোন করে আসবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *